সকল বিভাগ

কুয়াকাটা পৌর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ১০:১১:৪৯ প্রিন্ট সংস্করণ

মো: ইলিয়াস শেখ কুয়াকাটাঃ কুয়াকাটা পৌর যুবলীগের উদ্যোগে সোমবার ( ৩১ অক্টোবর সন্ধায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি কুয়াকাটা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্য্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমীক লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো মানুষ অংশগ্রহন করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন,কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক মোঃ ইসাহাক শেখ, কুয়াকাটা পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি ও কাউন্সিলর কুয়াকাটা পৌর যুবলীগ নেতা মোঃ মজিবুর রহমান,কুয়াকাটা পৌর ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আলামিন কাজী,কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়ার শেখ।

আলোচনা সভায় যুবলীগ নেতৃবৃন্দ বলেন, জামাত বিএনপি দেশে নৈরাজ্য সৃস্টির মাধ্যমে রাস্ট ক্ষমতায় যাবার নীল নকসা তৈরী করছে। জ্বালাও পোড়াও ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি সৃস্টি করছে। সিরিজ বোমা হামলাসহ ২১ আগস্টের হামলার মুল হোতা তারেক জিয়া বিদেশে বসে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। খুনি তারেক জিয়ার দোষররা ক্ষমতার লালসায় নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।

তারা আরও বলেন, দেশের উন্নয়নে দিশেহারা হয়ে জামাত বিএনপি সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতায় আসার লালসা কখনও পুরন হবে না।