জাতীয়

ক্রীড়াঙ্গন থেকে নৌকার মাঝি ৯ জন

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৩ , ১২:৪৪:০৬ প্রিন্ট সংস্করণ

স্পোর্টস ডেস্ক ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রীড়াঙ্গন থেকে অতীতের মতো অনেক প্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।সাবেক অনেক ক্রীড়াবিদ ও সংগঠকরা সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে করেছেন।

 

রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদস সংসদ নির্বাচনে দলটির মনোনয়ন পাওয়া চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পর দেখা যায় ক্রীড়াঙ্গন থেকে অতীতের মতো অনেক প্রার্থী আ.লীগের মনোয়ন পেয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন-

 

১. মাশরাফি বিন মুর্তজা, নড়াইল-২ আসন। জাতীয় দলের সাবেক এই সফল অধিনায়ক দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার পথে।

২. সাকিব আল হাসান, মাগুরা-২ আসন। বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেট থেকে অবসরের আগেই প্রথমবার সংসদ সদস্য হওয়ার পথে।

৩. নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৬ আসান। তিনি এনিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য হওয়ার পথে।

৪. আব্দুস সালাম মুর্শেদী, খুলনা ৪ আসন। জাতীয় দলের সাবেক এই তারকা ফুটবলার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার পথে।
৫. জাহিদ আহসান রাসেল, গাজীপুর ২ আসন। ক্ষমতাসীন আওয়ামী লীগের এই ক্রীড়া প্রতিমন্ত্রী চতুর্থবারের মতো সংসদ সদস্য হওয়ার পথে।

৬. সাবের হোসেন চৌধুরী, ঢাকা-৯ আসন। ক্রিকেট বোর্ডের সাবেক সফল এই সভাপতি ফের সংসদ সদস্য হওয়ার পথে।

৭. আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা-১০ আসন। ক্রিকেট বোর্ডের সাবেক এই সভাপতি পঞ্চমবারের মতো সংসদ সদস্য হওয়ার পথে।

৮. শ্রী বীরেন শিকদার, মাগুরা-২ আসন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক এই ক্রীড়া প্রতিমন্ত্রী ফের সংসদ সদস্য হওয়ার পথে।

৯. কাজী নাবিল আহমেদ, যশোর-৩ আসন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ফের সংসদ সদস্য হওয়ার পথে।

আরও খবর

Sponsered content