জাতীয়

আমের পিকআপে ১ হাজার ফেনসিডিল, গ্রেফতার ২

  প্রতিনিধি ১৬ জুন ২০২০ , ১০:৩২:৫৯ প্রিন্ট সংস্করণ

তালাশ ডেস্ক ॥ রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে পিকআপবোঝাই আমের ক্যারেটের ভেতর অভিনব পন্থায় লুকায়িত এক হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

 

আটককৃতরা হলেন- মো. শরিফুল ইসলাম (২৪) ও মো. নুরনবী উরফে রিপন (২৩)। ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়।

 

মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৬টায় র‌্যাব-২ এর একটি দল এ অভিযান পরিচালনা করে। র‌্যাব-২ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. জাহিদ আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

অভিযানের বিষয়ে জানতে চাইলে র‌্যাব-২ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন (পরাগ) জাগো নিউজকে বলেন, মৌসুমি ফল পরিবহনে আড়ালে চলছে মাদক ব্যবসা। আমের পিকআপে ফেনসিডিল আসছে এমন একটি সংবাদ আসে আমাদের কাছে। এরই ধারাবাহিকতায় ভোরে মোহাম্মদপুরের বসিলায় অবস্থান করি আমরা।

 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমের পিকআপকে সিগনাল দেই। তারা গাড়ি রেখে পালানো চেষ্টা করছিল। এমন দুইজনকে আমরা আটক করতে সক্ষম হই। তাদের জিজ্ঞাসাবাদে আমের খাঁচিতে অভিনব পন্থায় লুকায়িত এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করি এবং পিকআপ জব্দ করি। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও খবর

Sponsered content