সকল বিভাগ

কাঁঠালিয়ায় ৩০ ঘর পুড়ে ছাই, আহত ১০

  প্রতিনিধি ৩১ মে ২০২১ , ৯:৪২:৫০ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি ।। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কৈখালীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসতঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। এতে প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৭টায় কাঁঠালিয়া উপজেলার কৈখালীবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ফিরোজ কুতুবী জানান, সবুজের কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে মন্নান খানের ফার্মেসি, মোজাম্মেল খানের হার্ডওয়্যার, ডেকোরেটর ও গোডাউন, বায়েজিদের বিকাশ ও কসমেটিকসের দোকান, রাসেল স্টোর, মিজানের হোটেলসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে।

প্রথমে কাঁঠালিয়া ফায়ার সার্ভিস পরে ভাণ্ডারিয়া ও ঝালকাঠির ফায়ার সার্ভিস প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এরই মধ্যে ২৬টি ব্যবসাপ্রতিষ্ঠান ও চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত। তবে ক্ষতিগ্রস্ত ও ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও খবর

Sponsered content