সকল বিভাগ

ভাষা শহিদদের প্রতি পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষে শ্রদ্ধা নিবেদন

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:১৩:৪৮ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদকঃ আজ মঙ্গলবার, অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষ থেকে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন,বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর শাখার সিনিয়র সদস্য, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক,বরিশাল সিটি কর্পোরেশন এর সাবেক প্যানেল মেয়র মোঃনিজামুল ইসলাম নিজাম।

এ-সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, সাবেক বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বরিশাল জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম ইটালি শহিদ, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু,বরিশাল সিটি কর্পোরেশন কাউন্সিলর ফরিদ আহমেদ, জাকির হোসেন ভুলু, এনামুল হক বাহার, রুবেল হাওলাদার সহ অধিকাংশ কাউন্সিলরবৃন্দরা, এছাড়াও বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, সরকারি বরিশাল কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ আল মামুন, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন,সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহিদুর রহমান মাহাদ,বিএমকলেজ ছাত্রলীগ বাকসুর সাহিত্য সম্পাদক নূর আল আহাদ সাঈদি, মহানগর ছাত্রলীগের রেজানুর রহমান নিয়ন সহ ও বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল শীর্ষ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content