Uncategorized

বরিশালে সম্প্রীতি সমাবেশ, আলোর মিছিল

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০১৯ , ২:৩৯:৩৪ প্রিন্ট সংস্করণ

বরিশালে সম্প্রীতি সমাবেশের এক মঞ্চে দাড়ালেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে।

শারদীয় দূর্গা উৎসবের প্রথম দিনে ভিন্নধর্মী ঐ আয়োজনে সবাই বললেন অসাম্প্রদায়িক চিরচেনা বাংলাদেশের কথা। কেবল বরিশাল নয় গোটা বাংলাদেশের আসল চেহারাই অসাম্প্রদায়িকতা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সকলে সবার।

নগরীর অশ্বিনী কুমার হলে শুক্রবার বিকেলে ঐ সম্প্রীতি সমাবেশের আয়োজন করে পূজোর ভ্যান নামে একটি সামাজিক সংগঠন।

সংগঠনের সভাপতি ভানু লাল দের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধণ করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের কমিশনার মো: শাহাবুদ্দিন খান ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

ভিন্ন মাত্রার অনুষ্ঠানটিতে আলোচনা করেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, ধর্মরক্ষ্মিনী সভাগৃহের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক অপূর্ব অপু রাখেন স্বাগত বক্তব্য। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী সহ অন্যান্যরা।

সম্প্রীতি সমাবেশ শেষে নগরীতে আলোর মিছিল বের করা হয়। এতে মেয়র, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক ছাড়াও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ ও এমজি কবির ভুলু প্রমূখ।

আরও খবর

Sponsered content