দেশজুড়ে

বরিশালে চাকলাদার পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: নিহত ২

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২৪ , ১০:৫৯:১৮ প্রিন্ট সংস্করণ

উজিরপুর প্রতিবেদক ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহারে নিয়ন্ত্রণ হারিয়ে চাকলাদার পরিবহন খাদে পড়ে ২ জন নিহত ও আহত হয়েছে অন্তত ২০/২৫ জন।

 

১৩ মার্চ দুপুর দেড়টায় বেনাপোল-বরিশালগামী চাকলাদার পরিবহনের বাস সানুহার বাসস্ট্যান্ডের সম্মুখে কাসেম হাওলাদারের বাড়ি অতিক্রম করে বরিশাল যাওয়ার পথে ওই এলাকার বেল্লাল সরদারের ছেলে সুমন সরদার (১৫) রাস্তা পাড়াপাড় করার সময় উচ্চ গতিতে থাকা গাড়িটির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পূর্ব পাশের পুকুরে পতিত হয়। ঘটনাস্থলে সুমন সরদার নিহত হন। এছাড়াও অন্তত ২০/২৫জন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানান গাড়ির ভেতরে আরো একটি মরদেহ আছে। ঘটনাস্থলে উজিরপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, খবর পেয়ে ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগসহ পর্যাপ্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে।

 

এদিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী।

আরও খবর

Sponsered content