দেশজুড়ে

দুর্বৃত্তদের কবলে আজকের বার্তা পত্রিকার ছাপাখানা!

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২২ , ৮:০৫:২৪ প্রিন্ট সংস্করণ

তালাশ ডেস্ক॥ বরিশালের জনপ্রিয় ‘দৈনিক আজকের বার্তা’ পত্রিকার প্রকাশনা বন্ধ করতে তৎপর হয়ে উঠেছে একদল দুর্বৃত্ত। তাই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বুধবার গভীর রাতে বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত মেসার্স পদ্মা প্রিন্টার্স নামক পত্রিকার ছাপাখানার বিদ্যুৎ সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন করে দেয়।

এ কারণে, গত ২৭ জানুয়ারী বৃহস্পতিবার বিসিক শিল্প নগরী পদ্মা প্রিন্টার্স থেকে ‘দৈনিক আজকের বার্তা’ পত্রিকা প্রকাশিত হয়নি।’ জানা গেছে, বাংলাদেশের প্রথম সারির আঞ্চলিক দৈনিক পত্রিকার মধ্যে জনপ্রিয় একটি পত্রিকা ও বরিশালের সর্ব প্রথম রঙ্গিন পত্রিকা “দৈনিক আজকের বার্তা”।

বরিশালবাসীর কাছে পাঠক প্রিয় এই পত্রিকা জন্মলগ্ন থেকেই জনগণের ও রাষ্ট্রের পক্ষেসহ সমাজের অপরাধী ও অপরাধের বিরুদ্ধে সব সময় আপোষহীন সংবাদ শুরু  থেকেই প্রকাশ করে আসছে।

এজন্যই সম্প্রতি দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তৎপর হয়ে পত্রিকার প্রকাশনা বন্ধ করতে নানা কূটকৌশলে মরিয়া হয়ে উঠেছে।

বিষয়টি নিয়ে বরিশালের মিডিয়াঙ্গনে আলোচনার ঝড় বইছে। একাধিক পত্রিকার মালিক ও সাংবাদিক নেতা জানিয়েছেন, এটা একটি ন্যাক্কারজনক ঘটনা। কারণ, পত্রিকা সমাজের দর্পণ। যারা এমন জঘন্য কাজ করেছে, তারা সমাজ ও জাতির শত্রু। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের এ সকল দুর্বৃত্তদের খুঁজে বের করে চিহ্নিত করা উচিৎ বলে মনে করছেন তারা।

আরও খবর

Sponsered content