দেশজুড়ে

বরিশালে ইটভাটার শ্রমিককে জেল হাজতে প্রেরন

  প্রতিনিধি ১৬ জুন ২০২০ , ১০:৫৫:০০ প্রিন্ট সংস্করণ

তালাশ ডেস্ক ॥ ইটভাটার জন্য মেঘনা নদীর পাড় থেকে মাটি কাটার অভিযোগে তিনটি ইট ভাটার আটক ২৫ জন শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে বরিশালের হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

 

মঙ্গলবার সকালে দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। এর আগে ওই এলাকার ফরিদ বেপারী, নুরুল হক গাজী ও শাহে আলম গাজীর ইটভাটার জন্য তাদের শ্রমিকরা নদী পাড়ের মাটি কাটার সময় তিনটি ট্রলারসহ ২৫ শ্রমিককে আটক করে নৌ-পুলিশের সদস্যরা।

 

আটককৃতদের মধ্যে এক শ্রমিককে ছয় মাসের ও ২৪ শ্রমিককে দুই মাস করে কারাদন্ডের রায় ঘোষণা করা হয়।

আরও খবর

Sponsered content