প্রতিনিধি ৮ মে ২০২০ , ৬:৫২:১৯ প্রিন্ট সংস্করণ
দেশের এই ক্রান্তিলগ্নে বরিশালের কর্মহীন অসহায় নির্মান শ্রমিকদের পাশে এগিয়ে এলো বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা ও মহানগরের মানবতাবাদি নেতৃবৃন্দ।
অদ্য ০৭ই মে ২০২০ইং রোজ বৃহস্পতিবার, বরিশালের সি এন্ড বি রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ১৫০ জন কর্মহীন অসহায় নির্মাণ শ্রমিক দের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বিতরনকৃত খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, আলু, পিয়াজ ও সয়াবিন তেল।
বিতরনকালে উপস্থিত ছিলেন সংগঠনের বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশালের বিভাগীয় গভর্নর ও বরিশাল জেলা শাখার সভাপতি জনাব মোঃ মাহমুদুল হক খান মামুন, ডেপুটি গভর্নর ও বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব কাজী আল মামুন, ডেপুটি গভর্নর ও বরিশাল মহানগর শাখার সভাপতি জনাব মোঃ আবু মাসুম ফয়সল, বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর হাওলাদার মিন্টু, বরিশাল মহিলা মহানগর শাখার সভাপতি কাজী আফরোজা, বরিশাল সদর উপজেলা শাখার সভাপতি হাজী মোঃ শামীম হোসেন ও বরিশাল জেলা শাখার সহ সভাপতি মোঃ মফিজুল হক মিলন।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শাখার সহ সভাপতি এস এম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাদিসুর রহমান পান্না বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম ঢালী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী সহ অন্যান্য মানবতাবাদী সদস্যবৃন্দ।
এক প্রশ্নের জবাবে গভর্নর জনাব মাহমুদুল হক খান মামুন বলেন করোনা পরিস্থিতির কারনে সরকার ঘোষিত লক ডাউন বাস্তবায়নের সহায়ক হিসেবে শুরু থেকেই বরিশালের অসহায় কর্মহীন মানুষের জন্য বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা ও মহানগর কাজ করে যাচ্ছে এবং সামনেও অব্যাহত থাকবে।
লকডাউনের শুরু থেকে এ পর্যন্ত সদস্যদের সম্পুর্ন ব্যক্তিগত প্রচেষ্টায় প্রায় বার শত পরিবারে খাদ্য সামগ্রী আমরা পৌছে দিতে পেরেছি বলে দাবি করেন সংগঠনের ডেপুটি গভর্নর জনাব কাজী আল মামুন।
তাছাড়া দ্বিতীয় পর্যায়ে বরিশালে ওয়ার্ড ভিত্তিক নিম্ন আয়ের মানুষদের মাঝে আরও চার শত পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দেয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানান ডেপুটি গভর্নর জনাব মোঃ আবু মাসুম ফয়সল।