প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ১:৩৭:১৭ প্রিন্ট সংস্করণ
তালাশ ডেস্ক ॥ বরিশালে রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষ রোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
আজ ৫ জুলাই রবিবার দুপুর ১২ টার দিকে রোটারি ক্লাব বরিশাল এর আয়োজনে ইয়ার লঞ্চিং ছিরোমণি ২০২০-২১ অনুষ্ঠান উপলক্ষে কালেক্টরেট জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক (রাজস্ব) অতিরিক্ত শহিদুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিনিয়র গভর্নর ও বরিশাল জেলা সভাপতি আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, রোটারি ডিস্ট্রিক্ট কমিটি চেয়ার আরটিএন পিপি মোঃ হান্নান মল্লিক, রোটারি রিজন এডভাইজার কীর্তনখোলা রিজন বরিশাল আরটিএন পিপি মোঃ মনিরুল ইসলাম তালুকদার, রিজন চেয়ার কীর্তনখোলা রিজন বরিশাল আরটিএন পিপি মোঃ মাহাতব উদ্দিন আল মাহমুদ, সভাপতি রোটারি ক্লাব বরিশাল আরটিএন মোঃ হালিম ভূঁইয়া, সাধারন সম্পাদক রোটারি ক্লাব বরিশাল কাজী আল-মামুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে সকলের উপস্থিতিতে বেলা সারে ১২ টার দিকে নগরীর একে স্কুল প্রাঙ্গনে বিভিন্ন ফলের গাছ রোপন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় কালেক্টরেট জামে মসজিদসহ নগরীর ২ টি পুকুরে ৫ হাজার পিচ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার টি ফলের গাছ রোপন করা হয়।