Uncategorized

সংবাদকর্মীকে নির্যাতনের ঘটনায় নিজেকে বাঁচাতে নয়া কৌশলে মেম্বার সাইফুল!

  প্রতিনিধি ২৯ জুলাই ২০২১ , ৬:৩০:০৬ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে সংবাদকর্মী নির্যানতকারী এক ইউপি সদস্য এবার নিজেকে বাঁচাতে সাংবাদিক পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে। আর এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ। সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাতে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) মো. সাইফুল আকন দলবল নিয়ে খেজুরতলা বাজার সংলগ্ন এলাকায় লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে মিথুনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করেন। হামলার একপর্যায় মেম্বার সাইফুল আকন তার বুকের ওপর উঠে গলা চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যার চেষ্টা চালান।

এ ঘটনায় মিথুন বাদি হয়ে গত ২০ জুলাই মেম্বার সাইফুল আকনসহ ১৩ জনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। সংবাদকর্মী নির্যাতনের পরপই নিজকে বাঁচাতে দৌঁড়ঝাপ শুরু করেন মেম্বার সাইফুল। তার কয়েকজন সমর্থক ফেইসবুক আইডিতে দুটি গণমাধ্যমের আইডি কার্ডের ছবি আপলোড দিয়ে সাইফুলকে সাংবাদিক হিসেবে দাবী করেন। সাইফুল ওই কার্ডের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে আপলোড হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ। স্থানীয় একাধিক সংবাদকর্মী দৈনিক আজকের তালাশকে জানান, ‘সাংবাদিকতা একটি মহান পেশা, একজন সংবাদকর্মীর উপর নির্মম নির্যাতনের পর নিজেকে বাঁচাতে সাইফুল সাংবাদিকতার তকমা লাগিয়েছে। যা সত্যি খুবই দুঃখজনক।

আমরা এ ঘটনার তিব্র নিন্দা জানাই ও সাইফুলকে দ্রুত গ্রেফতারের দাবী জানাই।’ এদিকে ফেইসবুকে আপলোড দেওয়া ওই দুই কার্ডের একটি হলো ভূইফোড় অনলাইন পত্রিকা নিউজ বাংলাদেশ ২৪। আরেকটি বরিশালের স্থানীয় একটি দৈনিকের। তবে সেটির সম্পাদকের সাথে যোগাযোগ করলে জানা যায়, এই নামের কোন কার্ড তিনি দেয় নি। অন্যদিকে নলছিটিতে সাংবাদিক অহিদুল ইসলাম মিথুনের ওপর হামলার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। সাংবাদিক অহিদুল ইসলাম মিথুন আঞ্চলিক দৈনিক দখিনের সময় পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিজয় উল্লাস-৭১ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে সাংবাদিকেরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক বিন-ই আমিন, কামাল হাসান, গোলাম মাওলা শান্ত, আমির হোসেন, হাসান আলম সুমন, সাইদুল কবির রানা, কায়কোবাদ তুফান, সাইদুল ইসলাম, এস.আর সোহেল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক মিথুনের ওপর হামলাকারী এজাহারভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা নানাভাবে তাকে হুমকি দিচ্ছে। এতে সাংবাদিক মিথুনের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। পুলিশ হামলাকারীদের ধরতে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ ব্যাপারে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) এইচ.এম মাহমুদ বলেন, মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content