প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৪ , ৩:১৮:০৪ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক ॥ ১৬ বছর বয়সী মিরাজ ও ১৩ বছর বয়সী মেহেদী জন্মের পর থেকেই মানসিক প্রতিবন্ধী। অন্যের সাহায্য ছাড়া খাওয়া দাওয়া কিংবা নিত্যনৈমিত্তিক কাজও করতে পারে না। প্রতিবন্ধী এই দুই সন্তানকে নিয়ে জীবন কাটছে লোকমান ও শোহাবানুর দম্পতির।
মিরাজ ও মেহেদী বরগুনা জেলার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।দারিদ্র্যতার কারণে এই দুই সন্তানের চিকিৎসা করাতে পারছেন না তারা,অনাহারে দিন করছে তাদের পরিবারের সবাই এমন সংবাদ কালবেলা পত্রিকায় প্রকাশিত হলে বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে এই পরিবারের জন্য ঈদ সামগ্রী উপহার দেয়া হয়।
এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ, চিনি, তেল, লবন, সেমাই এবং দুধ।
লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর হয়ে উক্ত উপহার সামগ্রী তুলে দেন কালবেলা তালতলী উপজেলা প্রতিনিধি মোঃ নাইম ইসলাম।
এসময়ে নাইম ইসলাম বলেন, যেখানেই আর্তনাদের কন্ঠ সেখানেই মানবতার কল্যাণে কাজ করছে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন। এমন কর্মকাণ্ডে নিয়োজিত থাকতে পেরে আমারও খুব লাগছে।সমাজে বিত্তবান মানুষেরা যদি এভাবে এগিয়ে আসে তাহলে এই পরিবারের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ।