প্রতিনিধি ৬ মার্চ ২০২০ , ৫:১৭:৫৮ প্রিন্ট সংস্করণ
রকিব উদ্দিন পিয়ালঃ
নাগরিক সুবিধা প্রদানে নানাবিধ কর্ম পরিকল্পনা ও বাস্তবায়নে দেশের জননন্দিত মেয়র হিসেবে পরিচিত হয়ে উঠছে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা সাদিক যোগ্য নেতৃত্বের উত্তরসূরী হিসেবে পরিপক্বতার সাথে তার জণপ্রতিনিধিত্বের দায়িত্বশীল ভূমিকা পালন করছেন বলে মনে করেন সামাজিক, রাজনৈতিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। নগর রক্ষকের দায়িত্ব গ্রহনের আগে থেকেই সুষ্ঠ ধারার রাজনীতির মধ্য দিয়ে নিজের অবস্থানকে প্রমাণ করে দৃঢ়তার সাথে জনগণের মন জয় করে খ্যাতি অর্জণ করেছেন তারুণ্যের অহংকার হিসেবে। “আমরাই গড়বো আগামীর বরিশাল” শান্তিপ্রিয় বরিশালবাসিকে এমন স্বপ্নে বিভোর করা এ স্বপ্নদ্রষ্টা ঠিক ঠেলে সাঁজাচ্ছেন নগর কে। প্রতিশ্রুতির দায়বদ্ধতায় বাস্তবে রূপ দিচ্ছেন একের পর এক কর্ম পরিকল্পিত উন্নয়নমুখী কার্যক্রমের। সরাসরি নাগরিক সকল সেবা দিতে সপ্তাহে দু’দিন মুখোমুখি হচ্ছেন জনগনের। যেখান থেকে তাৎক্ষণিক সেবা পেয়ে উপকৃত হতে পারছেন সবাই। যার সুনাম এখন দেশ জুড়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে। বিসিসি’র দায়িত্ব গ্রহনের পরপরই নগরীর অসমাপ্ত উন্নয়ন কর্মকান্ডের সার্বিক তদারকির খোঁজ খবর রাখছেন প্রতিনিয়ত। রাজনৈতিক অঙ্গনে একজন সু-সংগঠকের পুরস্কার হিসেবে অর্জণ করেছেন বরিশাল মহানগর অাওয়ামীলীগ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব। এ যাবতকাল পর্যন্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে বিসিসি’র উদ্যোগ এবং তত্ত্বাবধানে থাকা উন্নয়ন কর্মকাণ্ড গুলো বেগবান হচ্ছে দ্রুত গতিতে। বর্তমানে বরিশাল নগরীর সর্বত্র পরিচ্ছন্নতার ছাপ সহজেই সবার দৃষ্টিগোচর হচ্ছে। সমাজের নানাবিধ সমস্যার সঠিক সমাধানে সিটি কর্পোরেশনের নানান কর্মসূচি প্রশংসার দাবি রাখছে।
নগর সেবায় মেয়র সাদিকের এমন সাফল্যকে যোগ্য নেতৃত্বের উত্তরসূরী বলে মনে করছেন নগরবাসী। তার এমন পরিকল্পনায় বরিশাল সিটি বাংলাদেশের রোল মডেল হিসেবে পরিচিত লাভ করবে এমনই অাস্থায় উন্নয়ন প্রত্যাশী শান্তিপ্রিয় বরিশালবাসী।