Uncategorized

করোনা প্রতিরোধে জনপ্রতিনিধিদের উদ্যেগ নেই – ডা: মনীষা

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২০ , ১০:৩৬:৪২ প্রিন্ট সংস্করণ

 

করোনা প্রতিরোধে বরিশালে প্রশাসনের কোন দৃশ্যমান উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন বাসদের বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তি।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর ফকিরকাড়ি রোডস্থ বাসদের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

এসময় মনীষা বলেন, বরিশালের প্রশাসন, সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর চোখে পরার মতো কোন কাজ করেনি। পরিচ্ছন্নতা করোনা প্রতিরোধের প্রধান নিয়ামক হলেও এবিষয়ে কোন ধরনের উদ্যোগ দেখছেন না বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। এলাকায় জনসচেতনতা তৈরীতে জনপ্রতিনিধিদের উদ্যোগ না নেয়ার কথা বলেন এই নেত্রী। করোনা ঝুঁকিতে বাংলাদেশ বরিশালের প্রস্তুতির ঘটতি ও বাসদের কর্মসূচী বিষয়ক এই সংবাদ সম্মেলনে বাসদ চিকিৎসাসহ যেকোন পরামর্শের জন্য হটলাইন চালু করার কথা জানান। এছাড়া নগরীর ঘনবসতী পূর্ণ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম গ্রহন করার কথা বলেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বাসদের জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন বক্তৃতা করেন।

আরও খবর

Sponsered content