প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ২:১৫:১৮ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক কলাপাড়া ।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে পাটুয়াগ্রামে এক করোনা রোগী শণাক্ত হয়েছে। সোমবার রাতে এ খবর নিশ্চিত করেছে কলাপাড়া স্বাস্থ্য বিভাগ। উপজেলার চম্পাপুর ইউনিয়নে পাটুয়াগ্রামে মো.জুয়েল মৃধার স্ত্রী মোসা. নাসরিন আক্তার। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার গ্রামের বাড়ী পাটুয়াগ্রামে লকডাউন করা হয়েছে।
জানা গেছে ওই রোগী (নারী) বরিশালে করোনা ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্ত এই মহিলা রবিবার ঢাকা থেকে স্বামীর সঙ্গে কলাপাড়ায় আসছিলেন। বরিশালে আসার পরে জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিমে চিকিৎসা নিতে যান। এসময় চিকিৎসকরা উপসর্গ দেখে তাকে করোনা ইউনিটে ভর্তি করে নমুনা টেস্টে পাঠান। তার টেস্ট রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।
চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.রিন্টু তালুকদার জানান, মো.জুয়েল মৃধার গ্রামের বাড়ী পাটুয়াগ্রামে লকডাউন করাহয়েছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. চিন্ময় হাওলাদার জানান, আক্রান্ত রোগীর বাড়ি কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়নে পাটুয়াগ্রামে বলে জানিয়েছেন।