প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৩ , ১১:১০:২৯ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক॥ বিএনপি আহুত ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনেও বরিশাল সহ দক্ষিণাঞ্চলের আঞ্চলিক ও জাতীয় মহাসড়ক সমুহে যান চলাচল বন্ধ রয়েছে। যাত্রীর অভাবে রাজধানী সহ সারা দেশের সাথেই সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ। যাত্রীর নেই বলে গাড়ী না চলার কথা জানিয়েছে বাস কাউন্টারের লোকজন।
বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মিনিবাস টার্মিনাল সহ দক্ষিণাঞ্চলের সবগুলো টার্মিনালই অনেকটা ফাঁকা রয়েছে। মহাসড়কগুলোতে পুলিশ ও আনসার টহলে রয়েছে । বরিশাল মহানগরীতেও সশস্ত্র আনসার সহ পুলিশ চৌকি বসান হয়েছে। নৌপথেও প্রায় একই অবস্থা। যাত্রীর অভাবে বেশীরভাগ আঞ্চলিক রুটের নৌযান চলাচল সিমিত রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বেসরকারী নৌযান ভোরে বরিশাল বন্দরে নোঙর ফেলেছে।
বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের প্রতিটি জেলা শহরের রাস্তাঘাটে জনসমাগম স্বভবাবিকের চেয়ে কম। ব্যাংক ও ব্যাবসা প্রতিষ্ঠানগুলো খুললেও গ্রাহক সংখ্যা কম থাকায় লেনদেনও কিছুটা কম।