প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৩ , ৮:১৪:৫৭ প্রিন্ট সংস্করণ
হুমায়ন কবির মুলাদীঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে বর্ধিত সভায় অভিযোগের ঝড়।
বৃহস্পতিবার সকাল ১০টায় মুলাদী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড, আঃ বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, মুলাদী-বাবুগঞ্জ আসনের নৌকার মনোনীত প্রার্থী ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি সরদার খালেদ হাসান স্বপন, মুলাদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা।
মুলাদী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক ও অঙ্গসংগঠনের সভাপতি-সম্পাদকরা তাদের বক্তব্যে অধিকাংশ বক্তারাই বলেন, উপজেলা আওয়ামীলীগের অধিকাংশ সদস্যরাই বর্ধিত সভায় উপস্থিত হননি, বক্তারা আরও বলেন, নৌকার প্রার্থী খালেদ হাসান স্বপন মনোনয়ন পত্র জমা দেয়ার আগের দিন মুলাদীতে এসে মুলাদী উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীদের জমায়েত করার ৫লক্ষ ৫০ হাজার টাকা সভাপতির কাছে দিয়ে গেলেও ইউনিয়ন কমিটি ও অঙ্গসংগঠনের কোন নেতাকর্মীরা টাকার মুখ দেখেনি, যার ফলে মনোনয়ন পত্র জমা দেয়ার দিন অনেকেই উপস্থিত হননি !
নেতাকর্মীদের প্রশ্ন তাহলে টাকা কোথায় গেল? নেতাকর্মীরা আরও জানায় গত ৪০ বছরে একই পরিবারের আওয়ামীলীগের সভাপতি, সহসভাপতি ও একই নেতা একাধীকবার থানা কমিটির বিভিন্ন পদে থাকায় তৃণমুল থেকে নেতৃত্বের সৃষ্টি হচ্ছে না, এজন্য কে দায়ী ?
নির্বাচন আসলেই নামধারী উপজেলা আওয়ামীলীগের সদস্যরা টি-আর, কাবিখার লোভে কেউ লাঙ্গল, কেউ হাতুড়ী, কেউবা টাকাওয়ালা স্বতন্ত্র প্রার্থীর পিছনে ছুটে। ফলে আওয়ামীলীগের নেতৃত্বের সৃঙ্খলা হাড়িয়ে যাচ্ছে বিগত ৪০ বছর যাবত।