Uncategorized

উপসর্গ দেখেই সন্তানের অনাদর, অসুস্থ বাবার পাশে মানবতার ছেলে ওসি নুরুল

  প্রতিনিধি ১৮ জুন ২০২০ , ১১:৩৩:১০ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥

বরিশালে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ পিতার চিকিৎসায় খোঁজ নিলোনা আদরের ছেলে। পুলিশের সহযোগীতার খবর পেয়েও কোন রকম পাত্তা না দিয়ে উল্টো বিরক্তিকর ভাব প্রকাশ করে এড়িয়ে গেলো। উপায়ন্ত না পেয়ে অসুস্থ সেই বাবার সহযোগীতায় এগিয়ে এলো বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি মো: নুরুল ইসলাম।

জানাগেছে, ছেলেকে বরাবরের মতোই পেনশনের টাকা তুলে দিতে ছেলের বাসা থেকে অবসরপ্রাপ্ত হতভাগ্য অসুস্থ বাবা সোনালী ব্যাংকে এসেছিলেন পেনশনের টাকা তুলতে।

মুঠোফোনে করোনা উপসর্গ নিয়ে হঠাৎ ব্যাংকে অসুস্থতার খবরে মন গলাতে পারেনি তাঁর সন্তানকে। “আপনারা যা করার করেন “সহ অশ্রবণীয় ভাষায় তথ্যদাতা সহ কর্তব্যরত পুলিশকে এমন বিরক্তি প্রকাশে ফোনেই কেটে পরেন জন্মদাতা অসহায় বাবার আদরের সন্তান।

্রআজ ১৮ জুন বৃহস্পতিবার সোনালী ব্যাংক কর্পোরেট শাখা বরিশালে এমন খবর পেয়ে অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা বিএমপি, জনাব মোঃ নুরুল ইসলাম পিপিএম, হতভাগা পিতাকে এম্বুলেন্স যোগে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে উন্নত চিকিৎসা প্রক্রিয়া সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন ।

ওসি নুরুল ইসলাম পিপিএম বলেন, ” করোনা ঝুঁকিতে কেউ এগিয়ে না এলেও মাননীয় বিএমপি কমিশনার মহোদয়ের আদেশ বাস্তবায়নে অসহায় ভুক্তভোগীদের সাথে এমনকি বেওয়ারিশ করোনায় আক্রান্ত লাশের সাথে শুরু থেকেই রয়েছি, থাকবো শেষ পর্যন্ত। “

আরও খবর

Sponsered content