Uncategorized

করোনা উপসর্গ নিয়ে শেবাচিমে ২ রোগীর মৃত্যু

  প্রতিনিধি ২৫ জুন ২০২০ , ৭:৪০:৩০ প্রিন্ট সংস্করণ

 

তালাশ ডেস্ক: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার (২৪ জুন) দুপুর ২টা ১৫ মিনিটে পটুয়াখালী সদরের বাসিন্দা ইদ্রিস হাওলাদার (৭৫) করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। যেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। এদিকে ভোর সোয়া ৫টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর এলাকার বাসিন্দা মজিবর রহমান (৭০) মৃত্যুবরণ করেন। তিনি করোনা উপসর্গ নিয়ে গত মঙ্গলবার (২৩ জুন) দিনগত রাত পৌনে ১১টায় শেবাচিম হাসপাতালে ভর্তি হন।মৃত ব্যক্তিদের শরীর থেকে নমুন সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

আরও খবর

Sponsered content