Uncategorized

করোনাভাইরাস পরিস্থিতিতে বাড়িওয়ালাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএমপি কমিশনার

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২০ , ১২:০৮:০৯ প্রিন্ট সংস্করণ

তালাশ ডেক্স ॥

করোনাভাইরাস পরিস্থিতিতে বাড়িওয়ালাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)।

 

দেশের চলমান পরিস্থিতিতে ভাড়াটিয়াকে অনৈতিকভাবে বাড়ি থেকে নেমে যেতে বাধ্য করা বা কোন প্রকার হয়রানির অভিযোগ পেলে বাড়িওয়ালাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

 

রোববার (১৯ এপ্রিল) রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলে এ সংক্রান্ত এক নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

জানাযায়, করোনাভাইরাস প্রতিরোধে দেশের অন্যান্য অঞ্চলের নয় বরিশাল মহানগরীতেও চলছে লকডাউন কার্যক্রম। এ কারণে নিম্নআয়ের মানুষগুলো গৃহবন্দি অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন। এদের মধ্যে অনেকেই আবার বসবাস করেন ভাড়া বাড়িতে।

যারা মাস শেষে বেতন বা অর্জন দিয়ে পরিশোধ করেন বাড়ির ভাড়া এবং করে থাকেন বাজার-সদাই। এমন পরিস্থিতি মোকাবিলায় সরকারিভাবে ওইসব পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কিন্তু দেশের এ চরম পরিস্থিতির মধ্যেও বাড়িওয়ালাদের চাপের মধ্যে আছেন অনেক ভাড়াটিয়া। অনৈতিক ভাবে বাধ্য করা হচ্ছে ভাড়া পরিশোধের জন্য। কোন কোন ক্ষেত্রে বলা হচ্ছে বাড়ি ছেড়ে দেয়ার জন্য।

এমনই কিছু অভিযোগ এসেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাছে। অভিযোগগুলোতে গুরুত্ব দিয়ে তদন্ত করে এর সত্যতা পেয়েছেন তারা। এর পরপরই বাড়িওয়ালাদের জন্য দেয়া হয়েছে ওই হুশিয়ারি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক দেওয়া নির্দেশনা উল্লেখ করা হয়েছে, ‘করোনাকালে কোন বাড়িওয়ালার বিরুদ্ধে অনৈতিক ভাবে ভাড়াটিয়াকে নেমে যেতে বাধ্য করা বা কোন প্রকার হয়রানির অভিযোগ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বিএমপি।’

তবে এই নির্দেশনা শুধুমাত্র বাড়িওয়ালাদের জন্য নয়। হুঁশিয়ার করা হয়েছে বাড়ির ভাড়াটিয়াদেরও। তাদেরকেও বাড়িওয়ালাদের সাথে যৌক্তিক আচরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

এমনকি এ সংক্রান্ত কোন প্রকার অভিযোগ পেলে গোপনে বা প্রকাশ্যে নিকটস্থ থানায় অথবা বরিশাল মেট্রোপলিটন পুলিশের হটলাইন ০১৭৬৯ ৬৯০ ১২৬ নম্বরে অবগত করার জন্য অনুরোধ জানিয়েছেন বিএমপি কমিশনার।

আরও খবর

Sponsered content