দেশজুড়ে

চিকিৎসার জন্য সহায়তা চান শ্রমিক শাওন মৃধা

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , ২:৫৫:৫৫ প্রিন্ট সংস্করণ

অর্থাভাবে অপারেশন করাতে হিমশিম খাচ্ছেন শ্রমিক মো: শাওন মৃধা (আলভি)। তিনি বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের চরআবদানী গ্রামের মাে: আলম মৃধার ছেলে। কাজ করার সময় জাহাজের সিঁড়ি থেকে পড়ে বাম হাত ভেঙ্গে যায় তার। গত বছর এই দূর্ঘটনা ঘটলে স্থানীয়দের সহায়তায় অপারেশন করানো হয়। এখন হাতে থাকা রড বের করার জন্য আবার অপারেশন করাতে হবে। সেই অর্থ জোগান দিতেই সহায়তা চান তিনি।

 

শাওনের বাবা রাজমিস্ত্রী মাে: আলম মৃধা বলেন, আমার ছেলের হাত সঠিকভাবে জোড়া না লাগার কারনে ডা: বলেছেন অপারেশন করাতে হলে দের লক্ষ্ টাকা লাগবে।এই বিশাল অংকের টাকা ব‍্যয় করা এখন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে আমার পরিবারের কাছে। আমাদের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়। এত দিনের চিকিৎসার টাকা দিতেই হাত পাততে হয়েছে অনেকের কাছে। বাকি চিকিৎসার অর্থের যোগান মেটাতে সমাজের বৃত্তবানদের সুদৃষ্টি কামনা করছি।

 

সহায়তার জন্য শ্রমিক শাওন মৃধার বিকাশ নাম্বার:- (০১৯৪৬৬৩০১৫৭)

আরও খবর

Sponsered content