দেশজুড়ে

টাকার বিনিময়ে ভোট দিতে প্রভাবিত-ওয়ার্ড আলীগের সভাপতিকে কারাদণ্ড!

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ১:০৪:২৯ প্রিন্ট সংস্করণ

বরিশালে টাকার বিনিময়ে ভোটারকে প্রভাবিত করায় নগরীর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত ১০টার দিকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী।

তিনি জানান, বিসিসির ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর মোর্শেদ তার এলাকায় বিভিন্ন ভোটারের বাসায় গিয়ে টাকার বিনিময়ে ভোট দিতে প্রলুব্ধ করছিল। অভিযোগ পেয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

 

আদালতের বিচারক তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন। এ সময় তার কাছ থেকে ১৭ হাজার টাকা জব্দ করা হয়। তিনি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সালাউদ্দিন রিপনের সমর্থক বলে স্বীকার করেছেন।

আরও খবর

Sponsered content