Uncategorized

টানা বৃষ্টিতে দূর্ভোগে বরিশালবাসী

  প্রতিনিধি ১৮ জুন ২০২১ , ১১:০৫:৩৩ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ।। গত দুদিন ধরে আষাঢ়ের টানা বৃষ্টি চলছে বরিশাল নগরীসহ পুরো জেলায়। গত দুই দিনের টানা বৃষ্টিতে নগরীর অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে। জলজটের কারণে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন নগরীর হাজার হাজার মানুষ। বরিশাল নগরীর পলাশপুর কলোনী, কেডিসি কলোনি, বেলতলা, চাঁদমারী সহ বিভিন্ন নিম্নাঞ্চলে বৃষ্টির পানি জমেছে।

 

পলাশপুর কলোনীর আলেয়া বেগম বলেন,’বৃষ্টির পানি জমে গেছে রান্নাঘরে, রান্না করতে পারিনাই গতকাল, আইজগোও পারিনাই, আইজগোও পারিনাই। চুলা জালাইতে না পারলে কি খামু মোরা।’ অন্যদিকে বৃষ্টির কারনে সবচেয়ে বেশি দূর্ভোগে রয়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষগুলো।

 

নগরীর কেডিসি এলাকার মোতাবেল আলী বলেন,’আমার রাস্তার পাশের ফুটপাতে একটা দোকান আছে, বৃষ্টির জন্য আইজ দুই দিন বন্ধ। ওই দোকানডা দিয়াই আমার প্রতিদিন সংসার চলে। এখন এই ছোড ছোড মাইয়া পোলা লইয়া কি করমু কিছুই বুঝিনা।’

আরও খবর

Sponsered content