দেশজুড়ে

পিরোজপুরে পুলিশ-সাংবাদিকসহ একদিনে ২১ জনের করোনা শনাক্ত

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ৯:৩৩:৫৬ প্রিন্ট সংস্করণ

তালাশ ডেস্ক ॥ পিরোজপুরে পুলিশ ও সাংবাদিকসহ আরও ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

পিরোজপুরের সিভিল সার্জন ডাক্তার মো. হাসানাত ইউসুফ জাকী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘করোনা আক্রান্ত হিসাবে জেলায় একদিনে সর্বোচ্চ ২১ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে জেলার মঠবাড়িয়ায় আটজন, ভাণ্ডারিয়ায় ৯, সদর উপজেলায় তিন ও নেছারাবাদে একজন রয়েছেন।’

 

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান বলেন, ‘উপজেলায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা আট। তাদের মধ্যে সম্প্রতি লকডাউন দেওয়া এলাকা থানা পাড়ার একই পরিবারের চারজন রয়েছে। উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জন। তবে তাদের মধ্যে ১৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন।’

 

জেলার ভাণ্ডারিয়া উপজেলায় পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) চার পুলিশ সদস্য, বরিশাল থেকে প্রকাশিত একটি পত্রিকার ভাণ্ডারিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত এক সাংবাদিক (৪৪), ভাণ্ডারিয়া পৌর শহরের এক ব্যবসায়ী দম্পত্তি ও একজন ইমামসহ ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।’

 

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহম্মাদ সাজ্জাদ হোসেন বলেন, ‘করোনার ব্যাপারে জনগণকে সচেতন করতে আমাদের উপজেলাসহ মাঠ পর্যায়ে কার্যক্রম চললেও সাধারণ মানুষকে সচেতন করা সম্ভব হচ্ছে না। এ কারণে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।’

আরও খবর

Sponsered content