Uncategorized

বরাদ্ধকৃত চাল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ৭ জেলে আহত

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২০ , ৫:২১:০৫ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক নোয়াখালী :-


নোয়াখালীতে জেলেরা তাদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত চালের জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করেছে। সোমবার দুপুরে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।

এ সময় চেয়ারম্যানের অনুসারীদের সাথে জেলেদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ৭ জন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অশ্বদিয়া ইউনিয়নে সরকারের জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় ১৬০ জন তালিকাভূক্ত জেলের জন্য মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। দুপুরে জেলেরা তাদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের চালের জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যায়।

 

এ সময় চেয়ারম্যান গোলাম হোসেন বাবলুর অনুসারীদের সাথে জেলেদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ারম্যানের অনুসারী ও জেলেদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৭ জেলে আহত হন।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. আবদুর রহিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও খবর

Sponsered content