Uncategorized

বরিশালবাসীর জন্য সুখবর : পৌঁছাল ৩ লাখ করোনার ভ্যাকসিন

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২১ , ৯:০৭:০৮ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক: বরিশাল জেলায় এসে পৌঁছেছে করোনা প্রতিরোধী ভ্যাকসিন। আজ শুক্রবার (২৯ জানুয়ারী) বেলা ১২টার দিকে সিভিল সার্জন অফিসে করোনার ভ্যাকসিন পৌঁছে দেয় ব্যাক্সিমকো। প্রথম দফায় জেলায় এক লাখ ২০ হাজার ডোজ এসেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন।

স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডাঃ শ্যামল কুমার মন্ডল জানিয়েছেন, এক কার্টনে ১২০০ ভায়েল ভ্যাকসিন থাকে। এক ভায়েল দিয়ে ১০ জন মানুষকে টিকা দেওয়া যায়। অর্থাৎ ১২ শ ভায়েল ভ্যাকসিন দিয়ে ১২ হাজার মানুষকে করোনার টিকা দেওয়া হবে।

আজ বিভাগের পাঁচ জেলায় ৩ লাখ ১২ হাজার ডোজ ভ্যাকসিন পৌঁছেছে বলে নিশ্চিত বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস।

স্বাস্থ্য দফতর বলছে, ফেব্রুয়ারী মাসের ৭/৮ তারিখে ভ্যাকসিন দেওয়া শুরু হতে পারে।

আরও খবর

Sponsered content