সকল বিভাগ

বরিশালের কামরুন নাহার আলোকিত নারী সন্মাননা পেলেন ভারতে

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ১:৪১:০৬ প্রিন্ট সংস্করণ

তালাশ  প্রতিবেদকঃ ভারতের কলকাতায় আমার আশা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলোকিত নারী  ও আলোকিত পুরুষ এ্যাওয়ার্ড ২০২৩ এ আলোকিত নারী এ্যাওয়ার্ড অর্জন করেছেন  বরিশাল ফুলকঁড়ি শিশুনিকেতন এর প্রধান শিক্ষক কামরুন নাহার।
২৫ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায়  বারাসাত, বিদ্যাসাগর অডিটোরিয়ামে  আনুষ্ঠানিক ভাবে এই সম্মাননা স্বারক তুলে দেন কোলকাতা বারাসাত এর বিশিষ্ট সমাজ সেবক ডাঃ নির্মল মাঝি ( ক্যাবিনেট মন্ত্রী)  ভারতের চলচিত্র নায়িকা পায়েল সরকার,ফিল্ম ডিরেক্টর লোপা মজুমদার ও আমার আশা ফাউন্ডেশন এর চেয়ারম্যান  জনাব মোশারফ মোল্লা।
এই সম্মাননা অর্জন করে কামরুন নাহার তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন,এ অর্জন আমার একার নয়।এ হাসি আমার ছোট্ট সোনামণিদের জন্য।এ  বিজয়  ফুলকুঁড়ি শিশুনিকেতন এর
যাদের ভালোবাসা,উৎসাহ অনুপ্রেরনা আজ আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে।
সবার প্রতি অকৃত্রিম ভালবাসা আর শ্রদ্ধা রইলো।
শিক্ষিকা ও সমাজ সেবিকা  কামরুন নাহার সেরা আলোকিত নারী সম্মাননায় ভূষিত হওয়ায় বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস সংগঠন এর পক্ষ থেকে শুভ কামনা জানিয়েছেন প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার।

আরও খবর

Sponsered content