Uncategorized

বাকেরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ লাঞ্চিতের ঘটনায় বাবু গ্রেফতার, কারাগারে প্রেরণ

  প্রতিনিধি ২৯ জুলাই ২০১৯ , ২:৪৯:৩৪ প্রিন্ট সংস্করণ

বাকেরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ লাঞ্চিতের ঘটনায় বাবু গ্রেফতার, কারাগারে প্রেরণ

বরিশাল অফিস :-
সরকারি বাকেরগঞ্জ কলেজের উপাধ্যক্ষ প্রকাশ কুমার বালাকে লাঞ্চিতের ঘটনায় কিশোর গ্যাং বাবু বাহিনী প্রধান বাবু ডাকুয়াকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম বরিশাল থেকে বাবু ডাকুয়াকে গ্রেফতার করে বরিশাল আদালতে গ্রহণ করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। তার গ্রেফতারে উপজেলার শিক্ষক সমাজের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। প্রধান অভিযুক্ত গ্যাং লিডার বাবু ডাকুয়া পলাতক থাকায় তাকে আটক করতে পারছিলা পুলিশ। কলেজ উপাধ্যক্ষকে লাঞ্চিত ও পলাতক বাবু ডাকুয়াকে গ্রেফতারের দাবিতে বুধবার সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে কলেজের শিক্ষার্থীরা। বরিশাল সার্কেল এসপি সাঈদ আনোয়ার ও অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে বাবুকে গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়। উল্লেখ্য গত বুধবার সকাল ১১ টার দিকে কলেজ চলাকালীন বহিরাগত কিশোর সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বাবু ডাকুয়া ও মেহেদী ক্যাম্পাসে গিয়ে আড্ডা দিতে থাকলে দপ্তরী মুনসুর তাদের কলেজ চলাকালীন সময় তাদেরকে ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বললে বখাটেরা তাকে গালাগাল করে। অফিসে গিয়ে তিনি বিষয়টি কলেজ উপাধাক্ষ প্রকাশ কুমার মালাকারকে জানালে তিনি ওই বখাটেদের কলেজ ক্যাম্পাসে ক্লাস চলাকালীন আড্ডা দিতে নিষেধ করেন। আর এতেই ক্ষেপে আক্রমনাত্বক হয়ে সন্ত্রাসী মেহেদী উপাধ্যক্ষকে নাকে ঘুষি দিয়ে রক্তাক্ত আহত করেন। এসময় বাবুও অশ্লীল ভাষায় গালাগাল করে উপাধ্যক্ষকে প্রধান বাবু ডাকুয়া পালিয়ে যায়। পলাতক বাবু উপজেলা আওযামীলীগ নেতা মনির ডাকুয়ার পুত্র। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্বেও বুধবার সকাল ১১ টায় কলেজ চলাকালীন সময় বাবু ও মেহেদী নামে দুই বখাটে আড্ডা দিতে গেলে উপাধ্যক্ষ প্রকাশ কুমার বালা নিষেধ করলে তাকে লাঞ্ছিত করে। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম বাবু ডাকুয়াকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। আইনের আওতায় এনে তার বিচার করা হবে। কিশোর গান বাবু ডাকুয়া মাদক সেবন ও মাদক বাণিজ্য সাথেও জড়িত রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়। ইতিপূর্বে সে ইয়াবাসহ বাকেরগঞ্জ থানা পুলিশের হাতে আটক হয়েছিলো। বিশ্বস্ত সূত্র জানায় উপজেলার কৃষকদের গ্যাং লিডার হিসেবে দীর্ঘদিন ধরে সে কাজ করছে। কিশোরদের মাঝে মাদক ছড়িয়ে দেয়া, মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত রয়েছে বাবু ডাকুয়া। পৌর এলাকার কিশোরদের আতঙ্ক গ্যাং লিডার বাবু ডাকুয়া গ্রেপ্তারে তাদের মাঝে স্বস্তি ফিরে আসলেও প্রশ্ন রয়ে গেছে আদৌ সে শাস্তি পাবে কিনা তা নিয়ে।

আরও খবর

Sponsered content