Uncategorized

বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  প্রতিনিধি ৮ মার্চ ২০২০ , ৪:৩৬:২০ প্রিন্ট সংস্করণ

বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাবুগঞ্জ প্রতিনিধি ॥
প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা মধ্যে দিয়ে বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন-মহিলা বিষয়ক অধিদপ্তর ও দি হাঙ্গার প্রজেষ্টের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংগঠন অংশগ্রহণ করে। এরপর উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান খানের সভাপতিতে¦ ও বিমান বন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীথিকা রানী সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, আ’লীগ যুগ্ন-সম্পাদক মোস্তফা কামাল চিশতি, দি হাঙ্গার প্রজেষ্টের সমন্বয়কারী আল আমিন শেখ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার, সাংবাদিক আল-আমিন হাওলাদার, নারী নেত্রী ছনিয়া আক্তার,ইয়ুথ লিডার ফয়সাল আহমেদ, শিক্ষার্থী আমিনা রহমান সেতু, মুক্তি রাণী প্রমুখ। এসময় বক্তারা বলেন, আজ শুধু নারী নয়। ঘরে-বাইরে এখন নারীদের জয়। নারীরা আজ মানুষ হিসেবে ভাবতে শিখেছে। প্রীতিলতা ওয়াদ্দেদার, সুফিয়া কামাল ও বেগম রোকেয়া সাখাওয়াতের পথ ধরে বাংলাদেশের নারীর অগ্রযাত্রায় অনন্য ভূমিকা রেখে বিশ্ব পরিমন্ডলে আলোচনায় স্থান করে নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিশ্ব সভ্যতায় ও বিশ্ব পরিমন্ডলে বাঙালি নারীরা আজ নানা উচ্চতায় সমাসীন। নিজেদের কর্মদক্ষতা ও যোগ্যতায় দেশে ও বিশ্ব পরিমন্ডলে স্ব-গৌরবে বাঙালি নারী আজ গৌরবের আসনে আসীন। বাংলাদেশের নারীর উন্নয়ন ও অগ্রযাত্রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনন্য অবদান আজ বিশ্ব স্বীকৃত।

আরও খবর

Sponsered content