Uncategorized

শায়েস্তাবাদে চোর-ডাকাতের আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন এলাকাবাসী

  প্রতিনিধি ২১ মার্চ ২০২১ , ৫:৫৭:০৪ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক : চোর-ডাকাতের আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের তিন নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা।গেল কয়েকদিনে এই এলাকাতে ঘনঘন চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। একের পর এক এমন চুরি ও ডাকাতির ঘটনাতেও প্রশাসন নির্বিকার। চুরি ঠেকাতে পুলিশি নজরদারী বাড়ানোর দাবি স্থানীয়দের।এলাকায় এরকম চুরি-ডাকাতি বাড়ায় নিরুপায় এলাকাবাসী।কিছুদিন আগেও ওয়ার্ড বাসিন্দা হাবিবুর রহমানের বাড়িতে হানা দেয় একটি ডাকাত দল।ঘড়ের লোকজন টের পেলে পাশের বাসায় ফোনে জানালে এবং ডাকাডাকি করলে ডাকাতদল পিছু হাটে।এ নিয়ে এলাকার মধ্যে ব্যাপক আতংক বিরাজ করছে।এলাকাবাসী জানায় এলাকায় কিছু ছিচরে চোর সংঘবদ্ধভাবে প্রতিরাতেই এলাকার শান্তিপ্রিয় মানুষদের ঘরে হানা দেয়।রাত এগারোটার পরে ও মধ্যরাতে সংঘবদ্ধ এ চোরের দল চুরি ডাকাতির কার্যক্রম পরিচালনা করে।স্থানীয়দের দাবি প্রশাসনের কঠোর হস্তক্ষেপেই এ চোর-ডাকাত নির্মুল করা সম্ভব।এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম জানায়,আমরা এ বিষয়ে অবগত রয়েছি এবং এলাকায় টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।সংঘবদ্ধ চোর-ডাকাত নির্মুলে কাউনিয়া থানা পুলিশ কাজ করে যাচ্ছে।

আরও খবর

Sponsered content