অপরাধ

শায়েস্তাবাদে মাদ্রাসার নিয়োগ পরীক্ষায় ২৫ লাখ টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ!

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৩ , ৩:০৩:৫৮ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥ বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ চুরামন আলহাজ্ব আদম আলী দাখিল মাদ্রাসা পাঁচ পদে নিয়োগ পরীক্ষায় ২৫ লক্ষ টাকা ঘুস বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসার সভাপতি রারেক হাওলাদার ও সুপার খলিলুর রহমান ক্ষমতার দাপটে আয়া পদে সীমা আক্তার, নৈশপ্রহরী পদে সাইফুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুহাম্মদ আরিফুর রহমান, ইবতেদায়ী প্রধান পদে মোঃ নাজমুল হক ও সহকারী সুপার পেদে মুহাঃ মুহাসিনকে নিয়োগ দিয়েছেন। এমন অভিযোগ করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোসলেম হাওলাদার। এমনকি এ নিয়োগ বন্ধে তিনি মোকাম বরিশালের বিজ্ঞ জেলা জজ আদালতে একটি আপিল করেছেন। (আপিল নং ১২৭/২০২৩)।

জানা গেছে, চুরামন আলহাজ্ব আদম আলী দাখিল মাদ্রাসায় আয়া, নৈশপ্রহরী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ইবতেদায়ী প্রধান ও সহকারী সুপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেন সুপার খলিলুর রহমান। এভাবে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সহকারী সুপার পদে ৮ জন, ইবতেদায়ী প্রধান পদে ৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ২৩, নৈশপ্রহরী পদে ৭ জন এবং আয়া পদে ১৩ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে আয়া পদে সীমা আক্তার, নৈশপ্রহরী পদে সাইফুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুহাম্মদ আরিফুর রহমান, ইবতেদায়ী প্রধান পদে মোঃ নাজমুল হক ও সহকারী সুপার পেদে মুহাঃ মুহাসিনকে নিয়োগ দেয়া হয়।

 

অভিযোগ রয়েছে- সভাপতি রারেক হাওলাদার, সুপার সুপার খলিলুর রহমান ২৫ লক্ষ টাকা ঘুস নিয়ে পাঁচটি পদে নিয়োগ দিয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে এ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ার নিয়োগের দাবি জানিয়েছেন।

 

মাদ্রাসার সভাপতি রারেক হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

 

মাদ্রাসার সুপার সুপার খলিলুর রহমানের মুঠোফোনে কল দিলে তিনি বলেন- নিয়োগ দেয়া হয়েছে। আপনাদের কাছে ঘুস বাণিজ্যের অভিযোগ কে করেছে বলেই কলটি কেটে দেন।

আরও খবর

Sponsered content