Uncategorized

লামচরীতে সড়কের বেহাল দশা, চেয়ারম্যান নিরব!

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০১৯ , ৫:৪৭:৫৯ প্রিন্ট সংস্করণ

বরিশাল অফিস :-
বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের লামচরীরবাসীর শহরে যাতায়াতের একমাত্র রাস্তাটি চলা-চলের অনুপযোগী হয়ে পড়ছে । সামান্য বৃষ্টি বা জোয়ারের পানিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। গত কয়েকদিনে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ সময়ই রাস্তাটির প্রায় ১ কিলোমিটার থাকে পানির নিচে। ফলে রাস্তা দিয়ে যাতায়াতকারীদের র্দূভোগ কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে স্কুল-কলেজ পড়–য়ারা পড়েছেন সব চেয়ে বেশী র্দুভোগে । অলিখিত ভাবেই বন্ধ হয়ে আছে তাদের স্কুল-কলেজে যাতায়াত ব্যবস্থা।
গতকাল বুধবার সরজমিনে দেখা যায় রাস্তা থেকে প্রায় ৪ ফুট উচুতে পানি। বরিশাল শহরে দিকে যাতায়াতকারীদের অনেকেই পানিতে ভিজে পার হচ্ছেন রাস্তা । কেউ আবার ফিরে যাচ্ছেন বাড়িতে । শিক্ষার্থীদের স্কুল-কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে যাত্রা করলেও যেতে পারছেন না তাদের গন্তব্যে । বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে বাড়ি।
এ এলাকার শিক্ষার্থী আফরি জাহান জানান, গত কয়েকদিন ধরেই রাস্তাটি ডুবে আছে । তারা যেতে পারছেন না স্কুলে । আজ স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু যেতে পারেননি আবার ফিরে যাচ্ছেন বাড়িতে। কর্মের জন্য শহরে যাতায়াতকারি লামচরী এলাকার বাসিন্দা মাহবুব বলেন, আমদের লামচরীবাসীদের দেখার কেউ নেই । পানিতে ভিজে রাস্তা পাড় হতে হচ্ছে।
উল্লেখ্য এ এলাকার কদমতলা, পোটকার চর, উত্তর লামচরী, দক্ষিন লামচরীসহ পাঁচটি গ্রামে অন্তত ৭ যায়গায় রাস্তা বিচ্ছিন্ন হয়ে আছে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন জানান , গত মঙ্গলবার আমি ইউনিয়ন চেয়াম্যানকে সাথে নিয়ে লামচরীর বিভিন্ন রাস্তা পরিদর্শন করেছি । যে রাস্তা সংস্কার না করলেই নয় সেই রাস্তা গুলো এই অর্থ বছরে আগে করার নির্দেশ দিয়েছি। যাতে শিক্ষার্থীদের সমস্যা না হয়। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য চেয়ারম্যানকে বলেছি।

আরও খবর

Sponsered content