বরিশাল

ভোট বর্জনের দাবিতে পটুয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৩ , ১১:৪৯:৩০ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিবেদক॥ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জনের দাবিতে পটুয়াখালী জেলা বিএনপির নির্দেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেন জেলা ছাত্রদল।

 

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদের নেতৃত্বে পটুয়াখালী জেলা শহরের সবুজ বাগ মোড় থেকে ডামি নির্বাচন ভোট বর্জনের লিফলেট বিতরণ শুরু করা হয়।

 

লিফলেট বিতরণ শেষে সবুজবাগ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ভোট বর্জনের স্লোগান দিয়ে মিছিলটি কাজীপাড়া, তিতাস মোড় হয়ে পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে গিয়ে শেষ হয়।

 

এ সময় লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক বেল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কাইয়ূম সিকদার, সদস্য সচিব আবু বক্করসহ সকল ইউনিটের নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content