অপরাধ

রাজাপুরে একই রাতে ২ প্রবাসির বাড়িতে ডাকাতি

  প্রতিনিধি ১ আগস্ট ২০১৯ , ১:১৯:৫৫ প্রিন্ট সংস্করণ

 

রাজাপুর প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে একই রাতে দুই প্রবাসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের পাড়গোপালপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম খানের বাড়ি রাত দেড়টায় ও পূর্ব ফুলহার গ্রামে মোঃ আবুজাফর মোল্লার বাড়িতে রাত ৩টায় এ ডাকাতির ঘটনা ঘটে। সাইফুল পাড়গোপালপুর গ্রামের মৃত মুহাম্মদ আলী খানের পুত্র। তিনি দির্ঘদিন সৌদি আরবে ছিলেন সম্প্রতি বাড়িতে আসছেন। আবুজাফর পূর্বফুলহার গ্রামের মৃত ওয়াজেত আলী মোল্লার পুত্র। দীর্ঘদিন সে মালেশিয়ায় ছিলেন। এক বছর পূর্বে সে দেশে আসছেন। সাইফুল ইসলাম জানায়, রাত দেড়টার দিকে সাত-আট জনের একটি ডাকাত দল ভবনের সামনের দরজা ভেঙ্গে দেশীয় অস্ত্র নিয়ে বিতরে প্রবেশ করে প্রথমেই সাইফুলকে বেধে ফেলে। এ সময় তাদের মধ্য ২ জনের মুখ কাপড় দিয়ে বাধা ছিল। ডাকাত দল ঘরে থাকা মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়। খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থলে আসে পুলিশ। আবুজাফর মোল্লা জানায়, রাত ৩ টার দিকে ভবনের সামনের দড়জা ভেঙ্গে ডাকাত দল ভিতরে প্রবেশ করে প্রথমেই তাকে (আবু জাফর মোল্লাকে) বেধে ফেলে এবং তাকে মারধর করে। এ সময় তাদের ঘরে স্বামী-স্ত্রী সহ ছোট দুইটি মেয়ে সন্তান ছিল। ডাকাত দল ঘরের মধ্যে প্রায় আধাঘন্টা তান্ডব চালিয়ে নগদ ১৭ হাজার টাকা, ৭ ভরি স্বার্ণালংকার, মোবাইল ফোন সহ দামী মালামাল হাতিয়ে নেয়। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনা স্থলে পরিদর্শন করেন। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, পৃথক দুইটি ডাকাতির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content