Uncategorized

ভোলায় ক্রীড়াবিদদের মধ্যে জেলা পরিষদের খাদ্য সহায়তা প্রদান

  প্রতিনিধি ১১ মে ২০২০ , ১১:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ

ভোলা প্রতিনিধি ॥
করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে  ভোলা জেলা পরিষদ এর পক্ষ থেকে ২শ ক্রীড়াবিদদের মধ্যে ভোলা জেলা পরিষদ এর খাদ্য সহায়তা প্রদান করা হয়। সোমবার (১১ মে) সকালে ভোলা জেলা পরিষদ চত্বরে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মাহামুদুর রহমান,প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলাদার, ভোলা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এর সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা,ভোলা জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী ইয়ারুল আলম লিটন, ত্রান সামগ্রীর মধ্যে ছিলো- চাল,ডাল,বুট,আলু,চিনি,তৈল,পেয়াজ,চিনি,খেজুঁর ।জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন,যতদিন করোনা পরিস্থিতি থাকবে ততদিন আমি ক্ষুধার্ত মানুষের পাশে থাকবো এবং খাদ্যসামগ্রী বিতরণ করে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী সকলকে আহ্বান জানিয়েছেন গরীব দুস্থদের  পাশে থাকার। তাই সকল সামর্থবানদের উচিৎ এখন দেশের মানুষের পাশে এসে দাঁড়ানো। এ পর্যন্ত  ভোলা জেলা পরিষদের অর্থায়নে  দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে প্রায় ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জীবানুনাশক সাবান ও হেন্ড স্যানেটাইজার বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content