প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২১ , ৭:৫৩:০৭ প্রিন্ট সংস্করণ
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
৩য় ধাপে আগামীকাল শনিবার টাঙ্গাইলের মধুপুর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোট গ্রহনের সকল প্রস্ততি প্রায় সম্পন্ন করেছেন।
আজ শুক্রবার(২৯ জানুয়ারী) দুপুর থেকে মধুপুর উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম আইনশৃংখলা বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্র গুলোতে পাঠানো হচ্ছে। ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা সংশ্লিষ্ঠ উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন। টাঙ্গাইল জেলার মধুপুর
৯টি ওয়ার্ড নিয়ে মধুপুর পৌরসভা গঠিত। এই পৌরসভা নির্বাচনে ২ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ সিদ্দীক হোসেন খান,ও বিএনপি মনোনীত প্রার্থী মো. আ. লতিফ পান্না।
এছাড়া এই পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৪১ জন সাধারণ কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পৌরসভার মোট ভোটার ৪১ হাজার ৯৩৯। এর মধ্যে ২০ হাজার ৭৫২ জন পুরুষ ও ২১ হাজার ১৮৭ জন মহিলা ভোটার।