দেশজুড়ে

কলাপাড়ায় ট্রলির জালে আটকে মারা গেলো বিলুপ্তপ্রায় গ্রীণ সী টার্টেল কচ্ছপ

  প্রতিনিধি ১৯ মে ২০২২ , ১২:০৯:১১ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ নদীতে ট্রলির জালে আটকে মারা গেছে ৩৫ কেজি ওজনের গ্রীণ সী টার্টেল ( সবুজ কাছিম)।

বুধবার দুপুরের নদীর জোয়ারে লালুয়া ইউনিয়নের বুড়াজালিয়া পয়েন্ট জালে পেঁচানো অবস্থায় মৃত এ কচ্ছপটি ভেসে আসে।

কিন্তু নদীতে জোয়ার থাকায় সেটি উদ্ধারের আগেই জোয়ারে ভেসে যায়।

স্থানীয় জেলেরা জানান, তারা প্রথমে নদীর চরে এটি মৃত অবস্থায় দেখতে পান। এর আগে এ জেলে পল্লীতে এ ধরনের কচ্ছপ দেখেননি।

মৎস্য ও প্রানী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, মৃত কচ্ছপটির বৈজ্ঞানিক নাম গ্রীন সী টার্টেল. সামুদ্রিক এ সবুজ কচ্ছপটি তিনশ কেজি পর্যন্ত ওজনের হয় এবং পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়।

কলাপাড়ার সমুদ্র উপকূলে এবারই প্রথম গ্রীণ সী টার্টেল দেখা গেলো, তাও মৃত। তাদের ধারণা সমুদ্রে মাছ ধরা ট্রলির জালে আটকে এটি মারা যাওয়ায় তারা জাল কেটে কচ্ছপটি ভাসিয়ে দিয়েছে।

এটি উদ্ধার করতে পারলে জাত নির্ণয় করা যেতো।

আরও খবর

Sponsered content