Uncategorized

কোয়া‌রেন্টাই‌নের বাই‌রে থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই জনকে জরিমানা

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২০ , ২:৪৮:৪৮ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক :-

সরকা‌রি নি‌র্দেশ অমান্য ক‌রে কোয়া‌রেন্টাইন যথাযথভা‌বে পালন না ক‌রে ঘোরাঘু‌রি করার অপরা‌ধে ব‌রিশা‌লের মুলাদী উপ‌জেলায় দুই প্রবাসী‌কে ৫ হাজার ক‌রে ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে জেলা প্রশাস‌নের ভ্রাম্যমান অাদালত। অাজ সন্ধ্যার পর ব‌রিশাল জেলার বি‌ভিন্ন স্থা‌নে অ‌ভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান অাদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট জিয়াউর রহমান জানান, বি‌ভিন্ন স্থান থে‌কে সু‌নি‌র্দিষ্ট অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চালা‌নো হয়। এসময় ব‌রিশা‌লের মুলাদী উপ‌জেলায় দুই প্রবাসীকে কোয়া‌রেন্টাইন যথাযথভা‌বে পালন না ক‌রে জন সাধারনের সা‌থে ঘোরাফেলা করায় দুইজন‌কে ৫ হাজার টাকা ক‌রে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। ত‌বে ব‌রিশাল নগরীর ক‌রিম কু‌টির এলাকায় এক ইতালী প্রবাসী কোয়া‌রেন্টাই‌নে না থাকার খবর পে‌য়ে অ‌ভিযান চালা‌লেও ওই প্রবাসী‌ কোয়া‌রেন্টাই‌নে থাকার কার‌নে তা‌কে কো‌নো জ‌রিমানা করা হয়‌নি। জনস্বা‌র্থে এই অ‌ভিযান অব্যাহত থাকার কথা জা‌নি‌য়ে‌ছেন নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট।

আরও খবর

Sponsered content