অপরাধ

গলাচিপায় যুবককে কুপিয়ে যখম : ৮জনের বিরুদ্ধে মামলা

  প্রতিনিধি ৩০ মে ২০২২ , ১১:৩৬:১৭ প্রিন্ট সংস্করণ

গলাচিপা প্রতিবেদক ॥ গলাচিপায় পরিকল্পিত ভাবে খলিল (২২) নামে এক যুবকে কুপিয়ে যখম করার অভিযোগ পাওয়া গেছে।

 

 

এই ঘটনায় ৮ জনকে আসামী করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন আহত ও যুবকের পরিবার।

 

 

মামলা সূত্রে জানা যায় গত ২৩/৫/২০২২ইং তারিখ রোজ সোমবার সন্ধা আনুমানিক ৭টায় সময় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ ফোরকান পেশকারের ছেলে মোঃখলিল পেশকার (২২) চরবিশ্বাস ক্লোজার বাজার থেকে বাড়ির উদ্দেশে রওয়না হইলে ২নং ওয়ার্ডে আনুখার বসত বাড়ির দরজায় কাচা রাস্তার উপারে আসলে একই এলাকার মোঃ ইউছুব হাজীর ছেলে রাব্বি (২৫) ও তার সহযোগী ত্রাশ বাহিনীরা খলিল পেশকার কে কিল ঘুষি লাঠি দিয়া পিটিয়ে মাটিতে ফেলে দেশীও দা দিয়ে এলোপাথারী কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ফুলা জখম করে, খলিলের ডাক চিৎকার শুনে এলাকার লোক জন এসে খলিল কে আহত অবস্তায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসা দিয়ে খলিল কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

 

খলিলের উপর এলাকার সন্ত্রাসীর পরিকল্পিত হামলার বিষয় বিচাররে দাবিতে খলিলের বাবা মোঃ ফোরকান পেশকার বাদি হয়ে গত২৫/৫/২০২২ইং গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং(১৮) সরেজমিনে তদান্ত করে জানাযায় যে চরবিশ্বাস ২নং ওয়ার্ডের ক্ষমতাশীল দলের সভাপতি ইউছুব হাজীর ছেলে রাব্বির জোর জুলুম অত্যাচারে এলাকার সাধারন মানুষ অতিস্ট। এই ঘটনার বিষয় খলিলের বাবা ফোরকান পেশকারের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার ছেলের অপরাধ ১১ জুলাই চরবিশ্বাস ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ মান্নান সরদারের মোরগ মার্কায় সমার্থক হওয়ায়, আমার ছেলেকে বিভিন্ন ভাবে হুমকি দিয়েছে , যে মান্নান সরদারের দল করলে তোদের এলাকা ছাড়া করা হবে।

 

 

তিনি আরও জানান, নির্বচনের পরের দিনও মান্নান সরদারের বাড়িতে হামলা চালায় রাব্বি সেই হামলায় গুরুতর আহত হয় মিজান মোল্লা এবং আমাদের বাড়িতে এসেও জীবন নাশকের হুমকি দিয়ে বলে , মান্নান সরদারের দল যারা করছ আমার হাত থেকে বাচতে পারবিনা, কারন তোদের কারনে আমার খালু ফুটবল মার্কা প্রার্থী মোজাম্মেল সরদার মেম্বার হইতে পারে নাই, এই পূর্বের যেরধরে আমার ছেলের উপর খুনের উদ্দেশে পরিকল্পিব ভাবে হামলা চালায় , আমি আমার ছেলের হামলা কারীর বিচার চাই।

আরও খবর

Sponsered content