Uncategorized

রাজাপুরে পরিবার কল্যান সমিতির প্রতিবাদ সভা

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০১৯ , ১:৫৬:৪৩ প্রিন্ট সংস্করণ

রাজাপুরে পরিবার কল্যান সমিতির প্রতিবাদ সভা

রাজাপুর প্রতিনিধি
সারাদেশের ন্যায় ঝালকাঠির রাজাপুরে ৩য় শ্রেনী পরিবর্তন করে ৪র্থ শ্রেনী চিহ্নিত করার প্রতিবাদে পরিবার কল্যান সহকারী সমিতির তীব্র প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলাদেশ পরিবার কল্যান সমিতি রাজাপুর উপজেলা শাখার উদ্দোগ্যে রাজাপুর প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সভায় উপজেলার ছয় ইউনিয়নের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোসাঃ মাকসুদা বেগম, জাহানারা বেগম, মঞ্জিলা আক্তার, বিজলী রানী, নেহারু পারভীন, রিক্তা আক্তার, বেবী বেগম প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে মূল চালিকা শক্তি পরিবার কল্যান সহকারীরা। তারা চাকুরিতে যোগদান করার সময়ে ৩য় শ্রেনীর অন্তর্ভুক্ত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শ্রেনী প্রথা উঠিয়ে দেয়া সত্ত্বেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর গত ৪ঠা সেপ্টেম্বর এ স্মারকে তাদের ৪র্থ শ্রেনী চিহ্নিত করে অধিদপ্তর কর্তৃক পত্র জারি করে তাদের অবমাননা করেছে বলে তারা দাবী করেন। তারা এই জারিকৃত পত্র অবিলম্বে প্রত্যাহার করার দাবী জানায়।

আরও খবর

Sponsered content