Uncategorized

গৌরনদীতে মাদক সেবনে বাধা দেয়ায় পুলিশের উপর হামলা ॥ গ্রেফতার-১

  প্রতিনিধি ২৯ জুলাই ২০১৯ , ১০:৩২:৫০ প্রিন্ট সংস্করণ

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে রবিবার রাতে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তদের হামলায় পুলিশ কনস্টবল ফাহাদ হোসেন জখম হয়েছে। তাকে ¯’ানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হামলাকারীদের মধ্যে মাইদুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে। এ ঘটনায় সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নজরুল ইসলাম বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, রবিবার রাতে তদন্ত কেন্দ্রের এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রী কালিন অভিযানে বের হয়। এ সময় সরিকল বাজারের লিমন খানের দোকানের সম্মুখে বসে গাঁজা সেবন করছিল রুবেলসহ ৪ থেকে ৫ জনে। তাদের গাঁজা সেবনে বাঁধা দিলে সাদকাসক্তরা স্ব-মিলের কাঠ দিয়ে পুলিশ সদস্য ফাহাদকে এলোপাতালী ভাবে পিটিয়ে জখম করে।
গৌরনদীতে ইয়াবা ট্যাবলেটসহ
নারী বিক্রেতা গ্রেফতার
গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী থানা পুলিশ গেরাকুল থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিবার রাতে নারী বিক্রেতা মরিয়ম বেগমকে (২০) গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে গেরাকুল গ্রামে মাদক স¤্রাট বাবু মাতুব্বরের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তার (বাবু)’র স্ত্রী নারী বিক্রেতা মরিয়ম বেগমকে গ্রেফতার করে। এ ঘটনায় থানার এসআই আবুল বাশার বাদি হয়ে বাবু ও মরিয়মকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মুরিয়মকে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।

আরও খবর

Sponsered content