Uncategorized

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ

  প্রতিনিধি ৩০ জুন ২০২১ , ১:৩৬:৩১ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ বরিশাল জেলায় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখায় এ বছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার ২০২০-২১ পেয়েছেন হিজলা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। প্রায় ১ বছর সময় ধরে তিনি হিজলা উপজেলায় কর্মরত আছেন। উক্ত ১ বছর ধরে তিনি দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

জানা গেছে, গতবছরের ১৩ জুন থেকে হিজলা উপজেলায় দায়িত্ব নেওয়ার পর থেকে উপজেলার সকল মানুষের কাছে তিনি প্রিয় হয়ে গেছেন। উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সমন্বয় সাধন করে কাজ করে চলছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরলস পরিশ্রম করে গেছেন।

আজ সকাল ১১ ঘটিকার সময় বরিশাল জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরিশাল জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব জসীম উদ্দীন হায়দার উপজেলা নির্বাহী অফিসার হিজলা জনাব বকুল চন্দ্র কবিরাজের হাতে পুরস্কার তুলে দিয়ে বলেন, পুরস্কার প্রাপ্ত কর্মকর্তা কর্মক্ষেত্রে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে চলেছেন। তাকে অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান তিনি।

আরও খবর

Sponsered content