দেশজুড়ে

ধনবাড়ীতে বীরমুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন , কৃষিমন্ত্রীর শোক

  প্রতিনিধি ১৭ জুন ২০২১ , ১১:২৮:৫৫ প্রিন্ট সংস্করণ

হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:: টাঙ্গাইলের ধনবাড়ীতে বীরমুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
ধনবাড়ী উপজেলার সাবেক বৃহত্তর বীরতারা ইউনিয়ন(বর্তমান বানিয়াজান)এর বড় গংঙ্গাবর গ্রামের মৃত বেলায়েত সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য ময়েন উদ্দিন সরকার (৭৫) গত বুধবার ভোর রাত ৩ টার সময় তার নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য মাননীয় কৃষিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ড. মো: আব্দুর রাজ্জাক এমপি ।

বুধবার (১৬ জুন ২১) ইং বাদ যোহর রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন উপস্থিতিতে পুলিশ ফোর্স গার্ড অব অনার দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা ময়েন উদ্দিন সরকার কে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। স্থানীয় বি.বি.জি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয়।

এসময় কৃষিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ড. মো: আব্দুর রাজ্জাক এমপি মোবাইল ফোনে তিনি সকলের উদ্দ্যেশে বক্তব্য বলেন- মরহুম বীরমুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য ময়েন উদ্দিন সরকারের মৃত্যুতে আমি মর্মাহত শোকাহত। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। সে দেশের জন্য জীবন বাজি রেখে স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। তবে সে ব্যাক্তি হিসেবে একজন ভালো মানুষ ছিলেন। তবে তার জন্য সকলে দোয়া করি তিনি যেন বেহেস্তবাসী হন।

এসময় ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসান হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শামছুল হুদা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন কালু, স্থানীয় আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন সহ আওয়ামীলীগ ও বিএনপির সকল নেতাকর্মী ও সংবাদিক সহ স্থানীয় এলাকাাবসীরা জানাযা নামাজে অংশ নেয়।
পরে মরহুমের জানাযার নামাজ শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে সন্তান, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

আরও খবর

Sponsered content