Uncategorized

পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২০ , ৭:৪৫:৫৩ প্রিন্ট সংস্করণ

বরিশালের কোতয়ালি মডেল থানার এ.এস.আই মোঃ আসাদুল হকের বিরুদ্ধে আসামির পক্ষ বাধিত্ব হয়ে আইনজীবির সহকারী কে হুমকির অভিযোগ উঠেছে। গত ২ ফ্রেবুয়ারি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন আইনজীবির সহকারী । লিখিত অভিযোগে উল্লেখ করেন ,আমি মোঃ মহিউদ্দিন মোঃ মোস্তফা জামাল খোকন আইনজীবির সহকারী হিসেবে দীর্ঘদিন যাবত বরিশালের বিভিন্ন আদালতে সততার সাথে মামলা মোকদ্দমা পরিচালনা করে আসছি মোসাঃ সেলিনা বেগম বাদী হয়ে রসুলপুর এলাকার বাসিন্দা ফয়জর হাওলাদারের ছেলে মোঃ সহিদ হাওলাদারের বিরুদ্ধে দন্ডবিধির ৪২০/৪০৬ ধারায় একটি মোকদ্দমা আমার স্যার আইনজীবী মোঃ মোস্তফা জামাল খোকন সাহেবের মাধ্যমে কাউনিয়া আমলি আদালতে এমপি ৭৮/২০১৯ (কাউনিয়া ) দায়ের করেন। আমি উক্ত মোকাদ্দমায় আইনজীবীর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। ইহাতে মোঃ সহদি হাওলাদারের পক্ষ হইয়া এবং তাহার দ্বারা প্রভাবিত হইয়া কোতয়ালি মডেল থানার এ.এস.আই আসাদুল হক বিপি নং ৮৭০৭১১০০৬২ আমাকে মোবাইল ফোনে গালিগালাজ করেন এবং মিথ্যা মামলা মোকদ্দমায় জড়াইয়া দেওয়ার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। পরবর্তীতে উক্ত মোঃ সহিদ হাওলাদারের মাধ্যমে এ.এস.আই আসাদুল হক কোতয়ালি মডেল থানার একটি সাধারন ডায়রী করাইয়া আদালতের অনুমতি নিয়া নিজের নামে তদান্তের দায়িত্ব গ্রহন করেন এবং আমাকে সামাজিক ভাবে ও আর্থিক ভাবে ক্ষতিসাধন করার প্রচেষ্টা চালাইয়া আসিতেছে। তিনি অভিযোগ পএে আরো উল্লেখ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হইয়া আইনকে ইচ্ছামত ব্যবহার করার কতদূর আইনসম্মত তাহা আমার জানা নাই। এমতাবস্থায় এ.এস.আই আসাদুল হক আইনকে নিজের ইচ্ছামত ব্যবহার করিয়া আমাকে হয়রানি করার জন্য আইনগত ব্যবস্থা গ্রহনের আবেদন করিয়াছি।

আরও খবর

Sponsered content