Uncategorized

বরগুনাকে লকডাউন ঘোষণা

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২০ , ১০:৫৩:৩০ প্রিন্ট সংস্করণ

বরগুনা প্রতিনিধি :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর পর বরগুনা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে লকডাউন কার্যকর হবে।

শুক্রবার বিকালে জেলার বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের খলিলুর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে ৯ এপ্রিল আমতলী উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম দেলওয়ার করোনাভাইরাসে আক্রান্ত মারা যান।

 

এতে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ শুক্রবার রাত পৌনে ১০টায় বরগুনা জেলাকে লকডাউন ঘোষণার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি বলেন, বরগুনা জেলার আমতলী ও বেতাগী উপজেলায় দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমতলী উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম দেলওয়ার ৯ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত মারা যান। আমতলী উপজেলাকে ১১ এপ্রিল লকডাউন ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আবার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৭২ বছর বয়সী খলিলুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ছাড়া বামনায় একজন সাংবাদিক ও বরগুনা জেনারেল হাসপাতালে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন। সার্বিক বিবেচনায় বরগুনা জেলাকে শনিবার দুপুর ১২টা হতে লকডাউন ঘোষণা করা হল।

আরও খবর

Sponsered content