Uncategorized

মুলাদী নাজিরপুরে সরকারী খাস জমি দখল ও ভরাট করে পাকা ঘর বাড়ি নির্মাণ !

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০১৯ , ৩:১২:৩০ প্রিন্ট সংস্করণ

{"effects_tried":0,"photos_added":0,"origin":"gallery","total_effects_actions":0,"remix_data":["add_photo_directory"],"tools_used":{"tilt_shift":0,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":1,"enhance":0,"selection":0,"free_crop":0,"flip_rotate":0,"shape_crop":0,"stretch":0},"total_draw_actions":0,"total_editor_actions":{"border":1,"frame":0,"mask":0,"lensflare":0,"clipart":0,"text":0,"square_fit":0,"shape_mask":0,"callout":0},"source_sid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1568643212876","total_editor_time":378,"total_draw_time":0,"effects_applied":0,"uid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1568643212333","total_effects_time":0,"brushes_used":0,"height":2306,"layers_used":0,"width":3001,"subsource":"done_button"}

বরিশাল অফিস :-
বরিশালে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের হোসনাবাদ মৌজার খতিয়ান নং ৩১৯১ এস.এ দাগ নং ২৯১৫ সরকারী খাস জমি দখল ও ভরাট করে পাকা ঘর বাড়ি নির্মাণ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রামের নাতিরহাট বাজার সংলগ্ন সরকারি খাস জমি দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণ কাজ শুরু করেন,মৃত তাহের আকনের ছেলে জামায়াতের নেতা হালিম আকন জাগা জমি না থাকা সত্ত্বেও স্থানীয় আওয়ামীলীগের ও বিএনপি কমী নিয়ে মকবুল চৌকিদারের   জমি দখল করে ২য় তলা বাড়ি ঘর নির্মান করেন।  এই নিয়ে মকবুল চৌকিদার মামলা করলে ও হালিমের অবৈধ টাকার কাছে হেরে যান মকবুল চৌকিদার।
এমনকি এ অবস্থায় বিএনপি নেতা কমীদের দিয়ে মকবুল চৌকিদারের ঘর সরিয়ে নেওয়ার হুমকি দিয়ে আসছেন।
নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু হাসনাত জাপান কে মুঠোফোনে পাওয়া জায়নি ।
এ বিষয়ে হালিম আকন আজকের তালাশকে বলেন আমি আমার রেকর্ড সম্পত্তিতে ঘড় নির্মাণ করতেছি।সরকারি কোন জমিতে আমি ঘড় নির্মাণ করছিনা ।
এবিষয়ে নাজিরপুর ভূমি সহকারী কর্মকর্তা আজকের তালাশকে জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম  খাস জমিতে পাকা ঘর নির্মান কাজ শুরু করেছিল তাকেও নিষেধ করা হয়েছে। তবে যারা এই ভরাট বা পাকা বাড়ি নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে যতাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর

Sponsered content