Uncategorized

এবার ভারত থেকে মাদক পাচারকালে মাদক ব্যবসায়ী বুলেট আটক

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২২ , ৯:১০:৩০ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ এবার ভারত থেকে বরিশালে মাদক পাচারকালে বিপুল পরিমানের ফেন্সিডিলসহ আটক হয়েছেন বরিশালের সেই চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুম খান বুলেট। এসময় তার আরেক সহযোগীকেও আটক করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ। সূত্রে জানা যায়, গত ৩জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ হাইওয়েতে অবস্থান করে। এসময় রয়েল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী পরিবহনে সোর্সের তথ্য অনুযায়ী সন্দেহজনক মাসুম খান বুলেট ও আলম রশিদ লিখনের ব্যাগ তল্লাসি করে তাদের ব্যাটে ৫৮ বোতল ফেন্সিডিল পাওয়া যায় এবং তাদের দুই জনের দেহ তল্লাসি করে আরও চার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত বছরে বরিশালে শহরে দীর্ঘদিন যাবত ইয়াবা ফেন্সিডিলের বাণিজ্য চালিয়ে আসা চরবাড়িয়ার এলাকার মাসুম খান বুলেটকে আটক করেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশ নগরীর বৈদ্যপাড়া থেকে দুইজন নারীসহ বুলেটকে বিপুল পরিমান ফেন্সিডিল সহ আটক করেন। বুলেট বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তোতা মিয়ার ছেলে ও আওয়ামীলীগ নেতা খান শাহিনের ভাই। লিখন ও মাসুম খান বুলেট বরিশালে দীর্ঘদিন যাবত ইয়াবা ও ফেন্সিডিলের বাণিজ্য চালিয়ে আসছে। বরিশাল সদর উপজেলার বাসিন্দা বুলেট নগরীর কালুশাহ সড়কে বাসা নিয়ে থাকেন আর সেখানে বসেই মোবাইল ফোনের মাধ্যমে গড়ে তুলেছে মাদকের ভয়াল সিন্ডিকেট। ২০২০ সালে যশোরে ফেন্সিডিল আনতে গিয়েও আটক হয়েছিল বুলেটের সহযোগীরা তখন পালিয়ে আসে এই মাসুম খান বুলেট। সেই মামলায়ও পলাতক আসামি বুলেট বরিশালে প্রকাশ্যে চালিয়ে আসছিলো মাদক বাণিজ্য। তবে মাদক নিয়ে একাধিকবার আটক হওয়া বুলেট জামিনে বের হয়ে ফের মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। এছাড়াও চরবাড়িয়া এলাকায় র্দীঘ দিন ধরে চলছে মাদক বেচা কেনার সিন্ডিকেট। তার সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে নগরীর হাসপাতাল রোডসহ নগরীর একাধিক মাদক ব্যাবসায়ীরা। একটি বিশস্ত সূত্র জানিয়েছে তার সাথে জড়িতরা এবার প্রশাসনের নজরে রয়েছে। বরিশালের সচেতন মহলের দাবী মাদক নির্মুলে বুলেট ও লিখনের মতো চিহ্নিত মাদক ব্যবসায়ীরা যাতে আর মাথা চারা দিয়ে উঠতে না পারে সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরও খবর

Sponsered content