সকল বিভাগ

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন-৩ জনের কারাদণ্ড

  প্রতিনিধি ৮ জুন ২০২২ , ১:৪৩:১৯ প্রিন্ট সংস্করণ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তুলাতলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৩ জনকে আটক ও পরে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।

 

বুধবার (৮ জুন) নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আটককৃত ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মৃত আব্দুল জলিলের ছেলে রফিকুল ইসলাম, মৃত আব্দুল কাদের আকনের ছেলে সেলিম আকন (৫৫) ও মো. ইব্রাহিম (৪৫)। তারা সকলে পিরোজপুরের স্বরুপকাঠী এলাকার বাসীন্দা।

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক জানান, আমি কর্মরত থাকা অবস্থায় কোনো প্রকার দুর্নীতি করতে দেয়া হবে না। তাই অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

আরও খবর

Sponsered content