Uncategorized

বরিশালে করোনা ওয়ার্ডে ২১ জনের মৃত্যু

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২১ , ৮:৩১:৫৭ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥ করোনা ওয়ার্ডে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১৯ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জন করোনায় আক্রান্ত ছিলেন। আর ১৭ জন উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, বিগত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ১৯ জনসহ গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ১৬৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৩৪ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩০০ বেডের স্থলে চিকিৎসাধীন ছিলেন ৩৪৩ জন রোগী।

টিকা না নেওয়াদের মৃত্যুহার ৩ শতাংশ, নেওয়াদের ০.৩ শতাংশ

এছাড়াও সদ্য ১০০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর হওয়া বরিশাল সদর (জেনারেল) হাসপাতালের করোনা ওয়ার্ডে একই সময়ের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মলয় চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:
ময়মনসিংহে করোনা ও উপসর্গে ২১ জনের মৃত্যু, আক্রান্ত ৩১৬

তিনি জানান, হাসপাতালের ৭০ বেড এর অনুকূলে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে শেবাচিমের মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার শনাক্তের হার ৪৮দশমিক ১৪ ভাগ। এ ল্যাবে ১৮৯ জনের পরীক্ষা শেষে ৯১ জনের নমুনা শনাক্ত হয়।

আরও খবর

Sponsered content